***এইচএসসি ভর্তি***



যারা এইবার বাউবি এইচএসসি প্রোগ্রামে নতুন ভর্তি হতে চান তাদের জন্য হয়তো এটাই শেষ সুযোগ। এইচএসসি ভর্তির সময় বাড়িয়েছে আরও কিছু দিন। দ্রুত অনলাইনে ভর্তি আবেদন করুন। ভর্তির শেষ সময় ১১/০২/২০২১ তারিখ পর্যন্ত।
Higher Secondary Certificate (HSC) - (15/03/2020-11/02/2021) Registration / Admission
১। ভর্তির যোগ্যতাঃ
ক ) এসএসসি/সরকার স্বীকৃত সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
২। ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজ পত্র ও অন্যান্যঃ
ক ) ১ কপি পাসপোর্ট সাইজ এর ছবি হার্ড ও স্ক্যান করা সফট কপি (৩০০X৩০০ পিক্সেল)।
খ ) স্বাক্ষর এর স্ক্যান করা সফট কপি (৩০০X১০০ পিক্সেল)।
গ ) এসএসসি/সরকার স্বীকৃত সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সনদ এর কপি।
ঘ ) জন্ম সনদ/জাতীয় পরিচয় পত্রের কপি।
৩। ভর্তির জন্য প্রয়োজনীয় ফিঃ
ক ) মানবিক বিভাগ এর জন্য ঐচ্ছিক কোর্স সহ ৫২৩৬/= টাঃ + নির্ধারিত মাধ্যমের জন্য প্রযোজ্য চার্জ এবং ঐচ্ছিক কোর্স ছাড়া ৪৫২৩/=টাঃ+নির্ধারিত মাধ্যমের জন্য প্রযোজ্য চার্জ।
খ ) ব্যবসায় শিক্ষা বিভাগ এর জন্য
ঐচ্ছিক কোর্স সহ (প্র্যাক্টিক্যাল ফি ছাড়া) ৫১১১/= টাঃ + নির্ধারিত মাধ্যমের জন্য প্রযোজ্য চার্জ
ঐচ্ছিক কোর্স সহ (প্র্যাক্টিক্যাল ফি সহ) ৫২৩৬/=টাঃ+নির্ধারিত মাধ্যমের জন্য প্রযোজ্য চার্জ।
ঐচ্ছিক কোর্স ছাড়া ৪৫২৩/=টাঃ+নির্ধারিত মাধ্যমের জন্য প্রযোজ্য চার্জ।
গ ) বিজ্ঞান বিভাগ এর জন্য ঐচ্ছিক কোর্স সহ ৫৬১১/= টাঃ + নির্ধারিত মাধ্যমের জন্য প্রযোজ্য চার্জ এবং ঐচ্ছিক কোর্স ছাড়া ৪৮৯৮/=টাঃ+নির্ধারিত মাধ্যমের জন্য প্রযোজ্য চার্জ।
৪। ফি জমাদানের মাধ্যম সমুহঃ বিকাশ(চার্জ ১.৫%), শিউরক্যাশ (চার্জ ১%) এবং ডি বি বি এল (চার্জ ১৫টাঃ)।
৫। ভবিষ্যৎ প্রয়োজনে সংশ্লিষ্ট শিক্ষার্থী আইডি, পাসওয়ার্ড, ট্রানজেকশন আইডি, বিকাশ নম্বর, ডিবিবিএল নম্বর এবং তারিখ সংরক্ষণ করবেন।
অনলাইন ভর্তি লিঙ্কঃ https://osaps.bou.edu.bd

Comments