বাংলাদেশে যে কয়টি বিশ্ববিদ্যালয়ের নামের সাথে বাংলাদেশ রয়েছে

বাংলাদেশে যে কয়টি বিশ্ববিদ্যালয়ের নামের সাথে বাংলাদেশ রয়েছে :

১, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ( বুয়েট ),
এদের শিক্ষার্থীদের বলা হয় বুয়েটিয়ান। ( BUETain )
২, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ( বাকৃবি ),
বাকৃবিয়ান ( BAUain )
৩, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ( বুটেক্স ),
বুটেক্সিয়ান ( BUtexain )
৪, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অব প্রফেশনাল ( বিউপি ),
বিউপিয়ান, ( BUPain )
৫,বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ( বাউবি )
বাউবিয়ান ( BOUain )
সবগুলোই পাবলিক বিশ্ববিদ্যালয়।
কিন্তু বাস্তবে বাউবি নিয়ে যেই পোষ্ট আসে সবগুলোতে দেখি উন্মুক্ততে কারা পড়ে? উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কোথায় আছে? Open university te honors আছে কিনা?
খুব কম পোষ্ট আসে যারা বলে বাউবি অথবা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের আসল নামে কথা বলতে সবার মনে হয় কষ্ট হয়। 🙄🙄🙄
এটা যদি সরকার আগে বুঝত তাহলে বাউবির নাম দিয়ে উন্মুক্ত রেখে দিত। 🙃🙃🙃 তখন খুব ভালো হত।
কথাগুলো আক্ষেপ করেই বললাম বাকিটা আপনাদের ইচ্ছা। 🙂🙂🙂





Comments