বাউবির শিক্ষার্থী পরিচয়





আমাদেরকে সবাইকে বাউবির শিক্ষার্থী নিজের পরিচয় দেওয়া উচিত। অন্যরা এর জন্য আমাদের ছোট করে দেখতে পারে, ভাই আপনি নিজেইতো আপনার পরিচয় আর আপনার মাধ্যমেইতো প্রতিষ্টানের পরিচয় আসে। এখন আপনিই ভাবেন আপনাকে কি কেউ প্রশ্নবিদ্ধ করতে পারবে? আমি বরাবরই আমার পরিচয় দেই আমি বাউবির আইনের শিক্ষার্থী, আর কেউ যদি আমাদের শিক্ষার মান নিয়ে প্রশ্ন করে তাহলে আমিই বলি আসেন ভাই দুটো জ্ঞানের আলাপচারিতা করি দেখি আপনি কতটুকু বেশি জানেন?

Comments